How to Play Free Fire

How to Play Free Fire
  • Free fire স্মাট ফোন অথবা কম্পিউটার/ ল্যাপটপ ব্যবহার করে ২ ভাবে খেলা যায়। 
  • যেকোন স্মাটফোনে বা কম্পিউটার/ ল্যাপটপে Free fire game icon এ ক্লিক করে গেমটি Open করুণ।
  • গেম open হলে আপনার Facebook/ G-mail ব্যবহার করে গেমে login করুন।
  •  নিচের দিকে থাকা Start বাটনে ক্লিক করে শুরু করুন।
  • আপনার পছন্দ মত একটি দলে যুক্ত হোন অথবা আপনাকে একটি স্বাধীন দলে যুক্ত করে একটি মিশনে পাঠানো হবে।
  • আপনাকে আপনার সুবিধামতন স্থানে প্যারাসুট ব্যবহার করে Jump করে মিশন শুরু করতে হবে।
  • মিশন শুরু হলে আপনাকে প্রয়োজন অনুযায়ী অস্ত্র, ব্যাগ, বোমা সহ সবাইকে মারার মতন উপযুক্ত জিনিসপত্র সংগ্রহ করতে হবে।
  • গেমটি খেলতে আপনাকে আপনার দলের সদস্যদের ব্যতীত অন্য সবাইকে মারতে হবে।
  • যদি আপনি মারা যান তবে পুনঃরায় Start বাটনে ক্লিক করে খেলা শুরু করুন।

How Many People Play Free Fire

একটি ম্যাচের শুরুতে একটি দ্বীপে সর্বচ্চ ৫০ খেলোয়ার একত্রে প্যারাশুটিং করে একটি ম্যাচ শুরু করতে পারে।

Who is the owner of Free fire

Garena Free fire নামক battle royale গেমটি Free fire নামেও বেশ পরিচিত। Free fire যেটির মালিকফরেষ্ট লি। ২০১৭ সালের ১৭ অক্টোবর ”111fots Studio” Developer এবং ”Garena “ Publisher এর মাধ্যমে প্রকাশ করা হয়।

Which Country Make Free fire

Garena Free fire গেমটি একটি সিঙ্গাপুর ভিত্তিক গেম কোম্পানি। সিঙ্গাপুর থেকেই এই গেমটি প্রকাশ এবং নিয়ন্ত্রন করা হয়।

Can i Play Free Fire Online

হ্যাঁ , যেহেতু এটি একটি অন-লাইন ভিত্তিক গেম, সেহেতু আপনি  এটি অন-লাইনে খেলতে পারবেন। এছাড়াও আপনি Google play stor থেকে Try it Option ব্যবহার করে গেমটি ডাউনলোড না করেও খেলতে পারবেন।

Read Also:
Free Fire best Character

How to Download/Install Free Fire

How to Download/Install Free Fire

How to Download/Install Free Fire in Laptop/PC

  • আপনার ল্যাপটপ/ কম্পিউটারের ব্রাউজার থেকে Blue Stracks, MEmu, LD Player বা যেকোন একটি Emulator Download/ Install করুন।
  • Install কৃত Emulator টি login করুন।
  • Emulator থেকে Google Play Store যান।
  • Google Play Store এর Search বাটনে Free fire লিখে Search করুন।
  • Free fire গেমের ফাইলটি আসলে তান নিচে থাকা Install বাটনে ক্লিক করুন।
  • Install হয়ে গেলে গেমটি Open করুন।

মোবাইল ফোনে কীভাবে Free fire গেমটি Download/ Install করতে হয়?

  • যেকোন স্মাটফোন থেকে Google Play Store এ যান।
  • Search Bar এ লিখুন Free fire.
  • “Gerena Free Fire: Heroes” গেমিং ফাইলটি আসলে নিচে থাকা Install বাটনে ক্লিক করুন।

Read Also:
Fix Suspended Free Fire Account

How to Fix Free Fire Account Suspended

How to Fix Free Fire Account Suspended
  1. যদি আপনার Free fire ID Permanently Suspended/Banned হয় তাহলে তা আর কখন ফেরত পাওয়া যাবে না।
  2. যদি আপনার Free fire ID সাময়িক স্থগিত বা Temporary Suspended হয় তাহলে তা একটি নিদিষ্ট সময় পর ফেরত পাওয়া যাবে।
  3. যদি আপনার Device টি Banned হয়ে থাকে তবে অন্য কোন Device এ আপনি ID Loing করে খেলতে পারবেন।
  4. যদি আপনার Device এবং ID দুটোই Banned করা হয়ে থাকে তবে আপনি ওই Device এবং ID দিয়ে আর কখনো খেলতে পারবেন।

উল্লেখিত কারণগুলো ব্যতিত ID Suspended/Banned হইলে আপনাকে gerana official site থেকে Support menu গিয়ে প্রয়োজনীয় appeal করতে হবে।

Read Also:
Free Fire Account Delete

How to Delete Free Fire Account

How to Delete Free Fire Account
  • পছন্দমত একটি VPN ডাউনলোড করে Country: Germany সংযুক্ত করুন।
  • আপনার Device থেকে Free fire গেমটি Open করুন।
  • উপরের ডান কর্ণার থেকে Settings এ যান।
  • User Licence এ ক্লিক করুন।
  • টিক বক্স থেকে টিক চিহ্ন মুছে ফেলুন  একং Refuse বাটনে ক্লিক করুন।
  • টিক বক্সে টিক চিহ্ন দিন এবং Confirm বাটনে ক্লিক করুন।
  • পুনঃরায় Confirm বাটনে ক্লিক করুন।

Input Field এ  DELETE  লিখুন এবং Confirm বাটনে ক্লিক করুন।

Read Also:
Change free fire server

How to Change Server in Free Fire

How to Change Server in Free fire
  • Google Play Stor থেকে পছন্দমত একটি VPN (super, power, hola etc) আপনার ফোনে Install করুন।
  • VPN থেকে যে Region এর Server চাচ্ছেন সেই দেশের সঙ্গে Connect করুন।
  • মোবাইলের Settings থেকে Free fire select করে clear data করুন।
  • Free fire Icon ক্লিক করে Facebook/ G-mail ID দিয়ে Game ID Login করুন।
  • উপভোগ করুন পরিবর্তীত server.

Read Also:
Free Fire Account Reset

How to Reset Free Fire Account

How to Reset Free Fire Account

Reset তখনই প্রয়োজন হবে যখন আমরা Free fire account এর Password ভুলে যাবো অথবা Facebook/ G-mail ভুলে যাবো। যদি আপনার Password/ ID reset করার প্রয়োজন হয় তাহলে আপনাকে যা যা করতে হবেঃ

  • যেকোন ব্রাউজার থেকে Garena Free Fire এর Official webside এ যান অথবা https://ffsupport.garena.com/hc/en-us এই লিংটি ব্যবহার করে সরাসরি যেতে পারেন।
  • Search Box এর নিচে থাকা Account Issue তে ক্লিক দিন।
  • Lost Login Account এ ক্লিক করে পরবর্তী পেজে যান।
  • এই পেজে থাকা নির্দেশনা গুলো অনুসরণ করুণ।

Read Also:
Free Fire Player ID Name Change

How to Change Name in Free Fire

How to Change Name in Free Fire

মাত্র ৩৯০ ডায়মন্ড খরচ করে আপনার পছন্দমত Free fire ID Name বা Nick name নিতে যা যা করা লাগবেঃ

  • Google বা অন্য যেকোন জায়গা থেকে একটি Nick name পছন্দ করে তা Copy করে রাখুন।
  • আপনার স্মাটফোন/ ল্যাপটপ/ কম্পিউটার থেকে Free fire Loning করুণ।
  • উপরের বাম কর্ণার থেকে আপনার Profile এ ক্লিক করে open করুন।
  • আপনার Nick name এর ঠিক নিচে থাকা হলুদ রঙের পেন্সিল বক্সে ক্লিক করুণ।
  •  New Nickname বক্সে আপনার Copy করা Nickname টি paste করুন।

Confirm বাটনে ক্লিক করুন।

Read Also:
Take Help or Report Free Fire Game

How to Report Free Fire Game

How to Report Free Fire Game

Free fire গেমটি খেলোয়াদের সুবিধার্থে একটি “Help Center” সুক্রিয়ভাবে চালু রেখেছে। যদি আপনার কোন ধরনের অসুবিধা হয় তাহলে আপনাকে “Help Center” যোগাযোগ করতে হবে। যেভাবে একটি Report করবেনঃ

  • যেকোন ব্রাউজার থেকে https://ffsupportind.garena.com/hc/en-us সাইটে যান।
  • উপরের ডানদিকে Sign In এ গিয়ে আপনার Facebook/G-mail ব্যবহার করে Sign In করুন।
  • Sign In হয়ে গেলে আপনার Profile এ ক্লিক করে Submit a Request এ যান।
  • Input Feild থেকে আপনি কোন Server ব্যবহার করেন তা ‍নির্বাচন করুন।
  • Type of Request থেকে আপনি কোন ধরণের Report করতে চান তা নির্বাচন করুন।
  • Type of Problem থেকে আপনি কী সমস্যার মুখোমুখি হচ্ছেন তা নির্বাচন করুন।
  • Special Airdrop showing in USD, Screenshot of event/ error/ issue, Privacy Policy নামক টিক বক্সে টিক চিহ্ন দিন।
  • Discription বক্সে আপনার Report এর বিস্তারিত বর্ণনা করুন।
  • Attachemnts এ আপনি প্রয়োজনীয় Documents সংযুক্ত করবেন।

Submit বাটনে ক্লিক করুন।

Read Also:
Is free fire better than pubg

Which One Is Better Pubg or Free Fire

Which One Is Better Pubg or Free Fire

PUBG অথবা Free fire দুটো গেমেই ভালো। তবে ছোট কিছু পার্থক্য আছে যা দিয়ে আপনি ঠিক করবেন আপনার জন্য কোনটা ভালো। যেমনঃ

  • PUBG একই সাথে ১০০ জন খেলোয়ার গেম খেলতে পারে, Free fire এ খেলতে পারে ৫০ জন।
  • PUBG এর গেম প্লে ৩০ মিনিট এবং Free fire এর গেম প্লে ১০-১২ মিনিট।

বর্তমানে PUBG খেলোয়ারের সংখ্যা প্রায় ৫০ মিলিয়ন, এবং Free fire এর খেলোয়ার সংখ্যা প্রায় ১০০ ‍মিলিয়ন।

Read Also:
Play free Fire Game

Which One Is the Best Character in Free Fire

Which One Is the Best Character in Free Fire

২০২২সলের মার্চের Free fire Ranking অসুযায়ী সবথেকে সেরা Character গুলো হলোঃ

  • DJ Alok – Drop the Beat
  • Chrono – Time Turner
  • K – Master of All
  • Jai – Raging Reload
  • Skyler – Riptide Rhythm
  • K – Master of All
  • Dimitri – Healing Heartbeat